সাংবাদিক তুহিন হত্যার আসামি স্বাধীনের ঘাড়ে ‘ডেঞ্জার’ ট্যাটু

Reporter Name / ২২ Time View
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫


গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার অন্যতম আসামি স্বাধীনকে গ্রেপ্তারের পর তার ঘাড়ে ইংরেজিতে লেখা ‘ডেঞ্জার’ ট্যাটু দেখা গেছে।

শনিবার (৯ আগস্ট) দুপুরে গাজীপুরের এক সাংবাদিক স্বাধীনকে গ্রেপ্তারের পর তোলা একটি ছবি ফেসবুকে প্রকাশ করেন। ছবিটিতে তার ঘাড়ে স্পষ্টভাবে ‘ডেঞ্জার’ লেখা ট্যাটু দেখা যায়।

গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা মসজিদ মার্কেট এলাকায় তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন শুক্রবার নিহতের বড় ভাই বাসন থানায় মামলা করেন, যেখানে ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে সাতজনকে শনাক্ত ও গ্রেপ্তার করে। তাদের মধ্যে স্বাধীন ছাড়াও গ্রেপ্তার হন কেটু মিজান, তার স্ত্রী গোলাপী, আলামিন, শাহজালাল, ফয়সাল ও সুমন।

শনিবার এক সংবাদ সম্মেলনে গাজীপুর র‍্যাব-১-এর কোম্পানি কমান্ডার এসপি কে এম এ মামুন খান চিশতী জানান, ছিনতাইয়ের ভিডিও ধারণ করায় তুহিনকে হত্যা করা হয়েছে বলে স্বাধীন স্বীকার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/