[ad_1]
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীন, রাশিয়া ও তাদের মিত্রদের সম্পর্ক ঘনিষ্ঠ হলেও তা যুক্তরাষ্ট্রের জন্য কোনো চ্যালেঞ্জ নয়।
বিবিসি জানিয়েছে, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ভালো সম্পর্ক আছে। চীনের আমাদের বেশি প্রয়োজন, আমরা তাদের ততটা প্রয়োজন নেই।’
শি জিনপিং বুধবার বেইজিংয়ে ‘ভিক্টরি ডে’ সামরিক কুচকাওয়াজে বিশ্ব নেতাদের আতিথ্য দিতে যাচ্ছেন। সেখানে যোগ দিচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার কিম জং উন। পশ্চিমা বিশ্বের কাছে এটি তাদের একসঙ্গে থাকার বার্তা হিসেবেই দেখা হচ্ছে।
চীন সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের পাল্টা শক্তি হিসেবে নিজেকে দাঁড় করানোর চেষ্টা করছে। তবে ট্রাম্প মনে করেন, বাণিজ্যিক শুল্ক আরোপ করা হলেও এর কূটনৈতিক খরচ বহন করা যুক্তরাষ্ট্রের জন্য কঠিন নয়।
বিবিসির এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘না, একদমই না। আমি সেটা মনে করি না। চীনের আমাদের প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘আমাদের সামরিক শক্তি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী। রাশিয়া-চীন কখনোই সেটার বিরুদ্ধে যাবে না। সেটি তাদের জীবনের সবচেয়ে বড় ভুল হবে।’
আলাদা এক রেডিও সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, গত মাসে আলাস্কায় বৈঠক হলেও ইউক্রেন যুদ্ধ নিয়ে কোনো শান্তিচুক্তি করতে না পারায় তিনি পুতিনের প্রতি খুব হতাশ। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ইউক্রেনের মানুষের জন্য কিছু করবে, তবে বিস্তারিত এখনই বলছি না।’
চীন প্রকাশ্যে রাশিয়ার ইউক্রেন আগ্রাসনকে সমালোচনা না করলেও পশ্চিমা বিশ্ব অভিযোগ করছে, তারা রাশিয়াকে দ্বৈত ব্যবহারযোগ্য পণ্য ও তেল ক্রয়ের মাধ্যমে সহায়তা দিচ্ছে। অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়া নতুন করে সীমান্তে সেনা সমাবেশ করছে।
[ad_2]
https://slotbet.online/