[ad_1]
সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ১১ রানে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হওয়া ম্যাচে টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ।
ব্যাটিংয়ে নেমে শুরুটা খুব একটা ভালো করতে পারেনি পাকিস্তান। প্রথম ১০ ওভারে দলটি তুলতে পারে মাত্র ৪৭ রান, নিয়মিত বিরতিতে উইকেটও হারাতে থাকে। তবে মোহাম্মদ হারিস, শাহীন শাহ আফ্রিদী ও মোহাম্মদ নাওয়াজের কার্যকর ইনিংসের সুবাদে শেষ পর্যন্ত ২০ ওভারে স্কোরবোর্ডে তারা জমা করে ১৩৫ রান।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ওপেনার ইমনের উইকেট হারায় বাংলাদেশ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে টাইগাররা। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন শামীম পাটয়ারি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ করে ১২৪ রান, ফলে ১১ রানে হেরে যায় দলটি।
এই জয়ে সুপার ফোরে দুইটি ম্যাচ জিতে ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান। আগামী ২৮ সেপ্টেম্বর ফাইনালে ভারতের মুখোমুখি হবে সালমান আগার দল।
[ad_2]
https://slotbet.online/