[ad_1]
ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের পশ্চিম ভাসানচর এলাকায় কুমার নদে ডুবে দাদি-নাতিসহ তিনজনের মৃত্যুর ঘটনায় নিখোঁজ থাকা শিশু সোয়াদ মৃধার (৭) মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে ঘটনাস্থলে মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা তা উদ্ধার করেন। এর আগে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের সহায়তায় নিহত দাদি মালেকা বেগম (৬৮) ও শিশু তৌসিফ মৃধার (৮) মরদেহ উদ্ধার করা হয়। তবে তখন নিখোঁজ সোয়াদকে পাওয়া যায়নি।
এলাকাবাসীর বরাতে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মালেকা বেগম তার দুই নাতিকে নিয়ে বাড়ির পাশের কুমার নদে গোসল করতে নামেন। কিছুক্ষণ পর শিশু তৌসিফ ও সোয়াদ পানিতে তলিয়ে যায়। নাতিদের খুঁজতে গিয়ে মালেকা বেগমও ডুবে যান। পরে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে উদ্ধার অভিযান শুরু হয়।
ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মোহাম্মদ নিসার আলী জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় দুটি মরদেহ ভেসে উঠলে তা উদ্ধার করা হয়। নিখোঁজ থাকা শিশু সোয়াদের মরদেহ শুক্রবার সকালে স্থানীয়দের সহায়তায় উদ্ধার হয়েছে।
এদিকে, শোকাহত পরিবারকে সান্ত্বনা দিতে শুক্রবার দুপুরে নিহতদের বাড়িতে যান হা-মীম গ্রুপের চেয়ারম্যান এম এ মোতালেব হোসেন, পরিচালক মো. বেলাল হোসেন, সমাজসেবক শাহিদ আল ফারুক এবং উন্নয়ন সংস্থা একেকে’র উপ-পরিচালক বিএম আলাউদ্দীন।
[ad_2]
https://slotbet.online/