শিরোনাম
স্ট্রোক প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন Save the nature of Bangladesh চট্টগ্রাম মহানগর শাখার কমিটির পক্ষ থেকে মেয়র কে ফুলেল শুভেচ্ছা বিশ্ব অ্যানাস্থেসিয়া দিবস উদযাপন অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামে সেভ দ্যা নেচার অব বাংলাদেশের পরিচিতি সভা অনুষ্ঠিত। মানসিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণে যৌথ উদ্যোগই পারে সুস্থ জাতি গঠনে অবদান রাখতে: মেয়র ডা. শাহাদাত হোসেন সব ধর্মের মানুষের জন্য শান্তির শহর গড়তে চাই — মেয়র ডা. শাহাদাত ভেজাল বিরোধী অভিযান সদরঘাট রোডে দুই রেস্টুরেন্টকে ৬৫ হাজার টাকা জরিমানা টাইফয়েড থেকে শিশুদের বাঁচাতে বিনামূল্যে ভ্যাকসিন নিন: মেয়র ডা. শাহাদাত চন্দনাইশে শহীদ জিয়ার খাল খননের স্মৃতি বিজড়িত বৈঠকখানার উদ্বোধনকালে ডা. শাহাদাত হোসেন সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে আমাদের প্রিয় মাতৃভূমিকে এগিয়ে নিতে হবে –জসিম উদ্দিন চৌধুরী

লালনকন্যার স্মরণসভায় চুল কেটে প্রতীকী প্রতিবাদ

Reporter Name / ১৮ Time View
Update : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

[ad_1]

লালনগানের কিংবদন্তি শিল্পী, যিনি ‘লালনকন্যা’ বা ‘লালন সম্রাজ্ঞী’ নামে পরিচিত—সেই ফরিদা পারভীনের স্মরণে ময়মনসিংহ নগরের ব্রহ্মপুত্র নদের তীরে এক ভিন্নধর্মী আয়োজন অনুষ্ঠিত হয়েছে। স্মরণানুষ্ঠানের শুরুতে আয়োজক নিজ চুল কেটে প্রতীকী প্রতিবাদ জানান, যা সাংস্কৃতিক কর্মীদের প্রতিবাদী অবস্থানকে নতুন মাত্রা দেয়।

গত ১৩ সেপ্টেম্বর প্রয়াত হন ফরিদা পারভীন। তাকে স্মরণ করে শুক্রবার ভোর থেকে সকাল পর্যন্ত ব্রহ্মপুত্র নদের পাড়ের বড়ইতলায় সাংস্কৃতিক সংগঠন ‘পরম্পরা’ অনুষ্ঠানটির আয়োজন করে। বড়ই গাছের ছায়ায় সাদা আসনে বসে শিল্পীরা পরিবেশন করেন লালনের গান।

কেবল সংগীতেই সীমাবদ্ধ ছিল না অনুষ্ঠান। সম্প্রতি ময়মনসিংহের তারাকান্দার কাশিগঞ্জ বাজারে হালিম উদ্দিন আকন্দ নামে এক বৃদ্ধকে জোর করে চুল কেটে দেওয়ার ঘটনা ভাইরাল হয়। তারই প্রতিবাদ হিসেবে আয়োজক শামীম আশরাফের চুল প্রতীকীভাবে কেটে দেওয়া হয়। সংস্কৃতিকর্মীদের মতে, এটি ছিল ব্যক্তিস্বাধীনতা ও সংস্কৃতির প্রতি আঘাতের বিরুদ্ধে এক শক্তিশালী বার্তা।

উদ্যোক্তা শামীম আশরাফ বলেন, “লালনকন্যা ফরিদা পারভীনের প্রয়াণে জাতীয়ভাবে বড় কোনো আয়োজন দেখা যায়নি। তাই আমরা ছোট করে হলেও স্মরণ করেছি। পাশাপাশি সংস্কৃতির ওপর আঘাত এবং মানুষের ওপর অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান জানাতে চেয়েছি।”

অনুষ্ঠানে গবেষক স্বপন ধর বলেন, “লালন মানুষকে মানবতাবাদের শিক্ষা দিয়েছেন। পৃথিবীতে যত সংকীর্ণতা এসেছে, মানবতার বাণী সবসময় তা ভাসিয়ে নিয়ে গেছে।”

উপস্থিত শিল্পী ও সংস্কৃতিকর্মীরা জানান, ফরিদা পারভীনের প্রতি শ্রদ্ধা এবং লালনের বাণী ধারণ করার পাশাপাশি, তারা সংস্কৃতিতে আঘাত ও মানুষের ওপর অত্যাচারের বিরুদ্ধে অবস্থান জানাতেই এ আয়োজন করেছেন।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/