[ad_1]
শুক্রবার সন্ধ্যায় সিলেটের কোম্পানীগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত শিশুগুলো হলো রাফিকুল ইসলামের ছেলে ইয়ামিন মিয়া (৩) ও মোহাম্মদ আলীর মেয়ে মীম আক্তার (৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইয়ামিন ও মীম আক্তার প্রতিবেশী। পাশাপাশি ঘরও কাছে হওয়ায় দুই শিশু প্রায়ই একসাথে খেলত। গতকাল সন্ধ্যার দিকে দুই শিশু খেলছিল। পরে বাড়ির পাশে খালের পানিতে পড়ে, তাদের সন্ধান দেওয়া হয়। পরে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, অসাবধানতার কারণে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে আবেদনের ভিত্তিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
[ad_2]
https://slotbet.online/