[ad_1]
ময়মনসিংহের তারাকান্দায় জোর করে বৃদ্ধ হালিম উদ্দিন আকন্দের চুল কেটে দেওয়ার ঘটনায় অবশেষে মামলা হয়েছে। শনিবার দুপুরে ভুক্তভোগীর ছেলে শহীদ আকন্দ বাদী হয়ে তারাকান্দা থানায় মামলা করেন। এতে কয়েকজনকে আসামি করা হয়েছে।
তারাকান্দা থানার ওসি টিপু সুলতান জানান, তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করা হচ্ছে না। তিনি বলেন, প্রায় চার মাস আগে ঘটনাটি ঘটে। তবে সম্প্রতি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী সমালোচনা শুরু হয়। এরপর ভুক্তভোগী পরিবার মামলা দায়ের করে এবং তদন্ত শুরু হয়েছে।
ঘটনার পর হালিম উদ্দিন নিজেও থানায় গিয়ে ন্যায়বিচার চান। তিনি অভিযোগ করে বলেন, “সেদিন বাজারে গেলে কয়েকজন আমাকে জোর করে ধরে চুল কেটে দেয়। আমি চেষ্টা করেও রক্ষা পাইনি। তখন আল্লাহর কাছে বিচার দিয়েছিলাম, এখন পরিবারের পরামর্শে থানায় অভিযোগ করেছি।”
স্থানীয় বাউল সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম আসলাম জানান, হালিম উদ্দিন (৭০) কোদালিয়া কাশিগঞ্জ গ্রামের বাসিন্দা। তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহ পরান (রহ.)-এর ভক্ত এবং নকশবন্দিয়া তরিকার অনুসারী। দীর্ঘ ৩৭ বছর ধরে তিনি জটা চুল রেখেছিলেন।
আসলাম আরও বলেন, ঈদুল আজহার আগের দিন কাশিগঞ্জ বাজারে “সামাজিক কাজের” নামে একদল লোক তাকে ঘিরে ধরে জোরপূর্বক চুল কেটে দেয়। স্থানীয়রা ঠেকানোর চেষ্টা করলেও সফল হননি।
পরবর্তীতে খোঁজ নিয়ে দেখা যায়, ফেসবুকে ‘হিউম্যান সার্ভিস বাংলাদেশ’ নামের একটি পেজ থেকে এমন ভিডিও নিয়মিত প্রকাশ করা হয়, যেখানে প্রচলিত জীবনধারার বাইরে থাকা মানুষদের ধরে তাদের দাড়ি ও চুল কেটে দেওয়ার দৃশ্য দেখা যায়।
[ad_2]
https://slotbet.online/