[ad_1]
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী কুতুব মসজিদের দানবাক্স চুরির মামলার প্রধান আসামি নিজামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার কুতুব মসজিদপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া নিজাম স্থানীয় বাসিন্দা। পুলিশ জানায়, চলতি বছরের ৩০ জুলাই কুতুব মসজিদের মূল ফটকে থাকা দানবাক্স ভেঙে টাকা চুরি করা হয়। এ ঘটনায় মসজিদ পরিচালনা কমিটি অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে অষ্টগ্রাম থানায় অভিযোগ দায়ের করে। তদন্তে নিজামের সংশ্লিষ্টতা পাওয়া যায়।
ঘটনার পর থেকে নিজাম এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ধরা হয়। অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে, চুরির পরিকল্পনা ও বাস্তবায়নে নিজামই মূল ভূমিকা রেখেছেন।
গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
[ad_2]
https://slotbet.online/