[ad_1]
বিশ্ব ক্রিকেটে নতুন ইতিহাস লিখেছে নেপাল। প্রথমবারের মতো কোনো আইসিসি পূর্ণ সদস্য দলের বিপক্ষে জয় পেয়েছে তারা, তাও আবার দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে! শারজাহতে ১৯ রানের জয়ে রোহিত পাউডেলের নেতৃত্বাধীন দলটি নিজেদের নাম লিখিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের স্মরণীয় মুহূর্তগুলোর তালিকায়।
এটি ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নেপালের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ এবং একইসঙ্গে পূর্ণ সদস্য কোনো দলের বিপক্ষে তাদের প্রথম দ্বিপাক্ষিক সিরিজের শুরু। এই ঐতিহাসিক অভিষেক ম্যাচেই ব্যাট, বল এবং ফিল্ডিং—তিন বিভাগেই দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছে নেপাল।
নেপালের ব্যাটিং ইনিংসে ছয় ব্যাটার ছক্কা হাঁকান, আর বল হাতে ছয়জন বোলারই উইকেটের দেখা পান। ফিল্ডিংয়েও ছিল ফুরফুরে ছন্দ ও দৃঢ় মনোযোগ।
টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক আকিল হোসেইন। শুরুতেই ৩.১ ওভারের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে নেপাল। তবে সেখান থেকে দলকে টেনে তোলেন অধিনায়ক রোহিত পাউডেল এবং কুশল মাল্লা। মাল্লার ঝড়ো ব্যাটিং ইনিংসকে এনে দেয় গতি। তবে এরপর অভিষিক্ত লেগ স্পিনার নাভিন বিদাইসি ৪ ওভারে ২৯ রানে ৩ উইকেট নিয়ে নেপালের ব্যাটিংকে ফের চাপে ফেলে দেন। এক ওভারে ৩ উইকেট নিয়ে হোল্ডারও যোগ করেন সেই চাপ। তবে ক্যারিবীয়দের ফিল্ডিংয়ের ব্যর্থতা কাজে লাগিয়ে ৮ উইকেট হারিয়ে ১৪৮ রানের সম্মানজনক সংগ্রহ দাঁড় করায় নেপাল।
জবাবে ব্যাট হাতে শুরুটা ভালোই করেছিল ওয়েস্ট ইন্ডিজ। কাইল মায়ার্স একটি চারের মাধ্যমে আক্রমণ শুরু করলেও রানআউট হয়ে ফিরে যান দ্রুত। আকিম অগাস্ট কিছুটা আক্রমণাত্মক খেললেও ইনিংস বড় করতে ব্যর্থ হন। পাওয়ার প্লেতে স্কোর দাঁড়ায় ৪০/২। এরপর স্পিন ঘূর্ণিতে ধীরে ধীরে চাপে পড়ে যায় ক্যারিবীয়রা। মন্থর পিচে বড় শট খেলা কঠিন হয়ে পড়ে তাদের জন্য।
জেসন হোল্ডারের ওপর ভরসা থাকলেও তিনিও ফিরে যান মাত্র ৫ রান করে। শেষ ওভারে ফাবিয়ান অ্যালেনের সামনে লক্ষ্য ছিল ২৮ রান, যা পূরণ করা সম্ভব হয়নি। ফলে নির্ধারিত ওভারে ১৯ রানে পিছিয়ে থেকে পরাজিত হয় ওয়েস্ট ইন্ডিজ।
এই জয়ের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে পূর্ণ সদস্য দেশের বিপক্ষে প্রথমবারের মতো জয় তুলে নিল নেপাল। যদিও ২০১৪ সালে তারা আফগানিস্তানকে হারিয়েছিল, তখন আফগানরা ছিল সহযোগী সদস্য। তাই এ জয় নিঃসন্দেহে নেপালের ক্রিকেট ইতিহাসে এক ‘ব্রেকথ্রু’ মুহূর্ত—যা আরও অনেক বড় কিছু করার ইঙ্গিত দিচ্ছে।
[ad_2]
https://slotbet.online/