[ad_1]
সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্পে সাজানো সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে ফিরছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পপি। ২০১৮ সালে ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমাটির শুটিং শুরু হলেও নায়িকা হঠাৎই আড়ালে চলে যান। ২০২০ সালে সিনেমাটির শুটিং শেষ হওয়ার পরও পপি পুনরায় নিজেকে গুটিয়ে নেন এবং বিয়ে করে সংসারী জীবন শুরু করেন।
এরপর বহুবার সিনেমাটির মুক্তির ঘোষণা এসেছে, কিন্তু শেষ পর্যন্ত মুক্তি পায়নি। অবশেষে পরিচালক সাদেক সিদ্দিকী জানিয়েছেন, আগামী ১৭ অক্টোবর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।
পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, “বেশ কয়েকবার মুক্তির পরিকল্পনা করেও শেষ মুহূর্তে পরিস্থিতির কারণে সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছিল। এবার এটি চূড়ান্তভাবে মুক্তি পাবে।” তিনি আরও বলেন, “সিনেমাটির জন্য অনেক আগেই অনুমতি পেয়েছিলাম। ভেবেছিলাম পপির সঙ্গে প্রচার-প্রচারণা করে মুক্তি দেব। কিন্তু পপি নিজেকে সবকিছু থেকে গুটিয়ে নিয়েছে। তাই এবার একাই পরিচালনা করতে হবে।”
‘ডাইরেক্ট অ্যাটাক’-এ পপি একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন। তার বিপরীতে দেখা যাবে আমিন খানকে। এছাড়া সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন, অনিক রহমান অভি এবং চিত্রনায়িকা শিরিন শিলা প্রমুখ।
পপিকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘দি ডিরেক্টর’ সিনেমায়। এরপর তার কোনো সিনেমা মুক্তি পায়নি। বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে তার আরও দুটি সিনেমা—‘ভালোবাসার প্রজাপতি’ ও ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’।
[ad_2]
https://slotbet.online/