[ad_1]
হবিগঞ্জের মাধবপুর উপজেলার গোয়ালনগর গ্রামে মা ও ছেলে বিষপান করে মারা গেছেন। সোমবার সকাল ১০টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন—প্রয়াত প্রফুল্ল দাসের স্ত্রী যোগমায়া দাস ও তার প্রতিবন্ধী ছেলে পলাশ দাস। পুলিশ সুরাতহালে ঘটনাস্থল থেকে বিষপানের আলামত পেয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আবিদ মিয়া জানান, কয়েক বছর আগে যোগমায়ার স্বামী মারা যাওয়ার পর থেকেই পরিবারটি অভাব-অনটনে ভুগছিল। সম্ভবত সেই হতাশা থেকেই মা-ছেলে এই পথ বেছে নিয়েছেন। তিনি আরও বলেন, প্রফুল্ল দাসের পাঁচ ছেলের মধ্যে চারজন আলাদা সংসার গড়ে তুললেও যোগমায়া একমাত্র প্রতিবন্ধী ছেলেকে নিয়ে বসবাস করতেন।
প্রতিবেশীরাও জানান, একাকিত্ব ও অর্থকষ্টের কারণে দীর্ঘদিন ধরে মা-ছেলে মানবেতর জীবনযাপন করছিলেন। অবশেষে দুঃখ-কষ্ট সইতে না পেরে তারা জীবনের ইতি টেনে দিলেন।
মাধবপুর থানার ওসি মোহাম্মদ সহিদ-উল্লা এ ঘটনাকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে জানান, আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
[ad_2]
https://slotbet.online/