শিরোনাম
ত্রিশালে জমি সংক্রান্ত বিরোধে দুই শতাধিক পেঁপে গাছ নিধনের অভিযোগ দাগনভূঞায় সেতু আছে, সড়ক নেই। জনভোগান্তি চরমে বাগেরহাটে জমি দখলের চেষ্টা ও চাঁদাবাজির অভিযোগ সংবাদ সম্মেলনে নিয়ামতপুরে বিএনপির উঠান বৈঠক – দৈনিক গনমুক্তি দিনাজপুরে পুষ্টির সচেতনতামূলক বৃদ্ধিকরন নিয়ে কর্মশালা শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১৫ বছর পর চালু হলো ৩ কেবিন  পাথরঘাটায় প্রবাসী স্ত্রীকে মারধর করে টাকা-স্বর্ণালংকার লুট, ১৮ লাখ চাঁদা দাবি  নরসিংদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের মাঝে চেক বিতরণ মামলার বাদীকে ভয়ভীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন নাটোরে জুঁই হত্যাকারীদের গ্রেফতারে আল্টিমেটাম, দিল বৈষম্যছাত্র বিরোধী আন্দোলন

শেষধাপে উপজেলা পরিষদের চেয়ারম্যান হলেন যারা

অনলাইন ডেস্ক / ২২০ Time View
Update : বুধবার, ৫ জুন, ২০২৪

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ভোটগ্রহণ শেষ হয়েছে। বুধবার (৫ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। ভোট গণনা শেষে রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।

শেষ ধাপে ৬০ উপজেলায় ৩৪ দশমিক ৩৩ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এছাড়া ব্যালটবাক্স ছিনতাইয়ের ঘটনায় ভৈরব উপজেলায় ভোট স্থগিত করা হয়েছে। সবমিলিয়ে বুধবার (৫ জুন) শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে এসব উপজেলায় ভোটগ্রহণ ও গণনা শেষ হয়েছে।

প্রতিনিধিদের পাঠানো খবর-

ময়মনসিংহ
ময়মনসিংহ জেলার গফরগাঁও, নান্দাইল ও ভালুকায় আওয়ামী লীগের তিন নেতা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তারা হলেন, গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফ উদ্দিন বাদল, নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান এবং ভালুকা জেলা আওয়ামী লীগের কোষাধক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম।

এছাড়া গফরগাওয়ে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন এএসএম মজিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মোছা. রেশমা আক্তার।

নান্দাইলে ভাইস চেয়ারম্যান পদে শফিউল আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন তাছলিমা বেগম।

ভালুকায় ভাইস চেয়ারম্যান হয়েছেন এজাদুল হক ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মাহমুদা সুলতানা মুন্নী।

ভোলা
ভোলার মনপুরায় মো. জাকীর হোসেন ও চরফ্যাশন উপজেলায় মো. জয়নাল আবেদীন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মনপুরা উপজেলায় ৬৮ ভাগ ভোটার কেন্দ্রে গিয়ে ভোটারধিকার প্রয়োগ করলেও চরফ্যাশনে ভোটাধিকার প্রয়োগ করেছেন ২২.০১ ভাগ ভোটার।

মির্জাপুর (টাঙ্গাইল)
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত (আনারস) বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। এ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আজহারুল ইসলাম (তালা) বিজয়ী হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাহবুবা শাহরীন (কলস) ৫৫ হাজার ৪৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

যশোর
যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তৌহিদ চাকলাদার ফন্টু। নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন টিউওবয়েল প্রতীকের সুলতান মাহমুদ বিপুল ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন বাশিনুর নাহার ঝুমুর।

কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন রেজাউল হক কাজল। ভৈরব উপজেলায় কাপ-পিরিচ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন আবুল মনসুর। এছাড়া কুলিয়ারচর উপজেলায় প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হোসেন লিটন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন।

খুলনা
খুলনার দাকোপ ও বটিয়াঘাটা উপজেলায় নির্বাচনে কোনো সহিংস ঘটনা না ঘটলেও রূপসা উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যায়। দাকোপ উপজেলায় আওয়ামী লীগ নেতা আবুল হোসেন নির্বাচিত হয়েছেন। বটিয়াঘাটা উপজেলায় সাবেক ছাত্রদল নেতা মো. মোতাহার হোসেন বিজয়ী হয়েছেন।

এছাড়া রূপসায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব দোয়াত কলম প্রতীকে বিজয়ী হয়েছেন।

বরিশাল
বরিশালের তিন উপজেলায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হয়েছে। নির্বাচনে বাবুগঞ্জ উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলার একমাত্র নারী প্রার্থী ফারজানা বিনতে ওহাব। উজিরপুরে চেয়ারম্যান হয়েছেন হাফিজুর রহমান ইকবাল এবং বানারীপাড়ায় গোলাম ফারুক।

চাঁদপুর
চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. মাহবুব আলম এবং ফরিদগঞ্জ উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন খাজে আহমেদ মজুমদার।

নির্বাচনে কচুয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ফরিদগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে দুইজন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/