শিরোনাম
কোন অপচেষ্টা করে নির্বাচন বানচাল করা যাবে না তারেক রহমানের সঙ্গে চসিক মেয়র ডা. শাহাদাতের সাক্ষাৎ, চাইলেন নগর সরকার ওসমান হাদিকে গুলির ঘটনায় বিএনপির বিক্ষোভ মিছিলে ডা. শাহাদাত হোসেন স্ট্রোক প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন Save the nature of Bangladesh চট্টগ্রাম মহানগর শাখার কমিটির পক্ষ থেকে মেয়র কে ফুলেল শুভেচ্ছা বিশ্ব অ্যানাস্থেসিয়া দিবস উদযাপন অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামে সেভ দ্যা নেচার অব বাংলাদেশের পরিচিতি সভা অনুষ্ঠিত। মানসিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণে যৌথ উদ্যোগই পারে সুস্থ জাতি গঠনে অবদান রাখতে: মেয়র ডা. শাহাদাত হোসেন সব ধর্মের মানুষের জন্য শান্তির শহর গড়তে চাই — মেয়র ডা. শাহাদাত ভেজাল বিরোধী অভিযান সদরঘাট রোডে দুই রেস্টুরেন্টকে ৬৫ হাজার টাকা জরিমানা

আয়ারল্যান্ডকে হারিয়ে এবার কানাডার ইতিহাস

স্পোর্টস ডেস্ক / ৩০১ Time View
Update : শুক্রবার, ৭ জুন, ২০২৪

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক হয়েছে তিন দলের। যুক্তরাষ্ট্র ও উগান্ডা জিতে ইতিহাস গড়েছে। বাকি ছিল আরেক অভিষিক্ত দল কানাডা। তারাও ইতিহাস গড়লো আয়ারল্যান্ডকে হারিয়ে। শুক্রবার মাত্র ১৩৮ রানের লক্ষ্য দিয়েও ১২ রানে কুড়ি ওভারের বিশ্বকাপে প্রথম জয় পেলো তারা।

নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে নবম ওভারে ৫৩ রানে চার উইকেট হারায় কানাডা। যার মধ্যে দুটি উইকেট ছিল ক্রেইগ ইয়াংয়ের।

আয়ারল্যান্ড যখন ভালো অবস্থানে ছিল, তখন তাদের অস্বস্তিতে ফেললেন নিকোলাস কার্টন ও শ্রেয়াস মোভ্ভা। দুজনের ৭৫ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় কানাডা, যা দেশের ইতিহাসে পঞ্চম উইকেটে রেকর্ড জুটি। ৩৫ বলে ৩ চার ও ২ ছয়ে ৪৯ রান করে কার্টন ফিরে যান। ইনিংসের শেষ বলে মোভ্ভা থামেন ৩৭ রান করে। ৩৬ বলে ৩ চারে এই ইনিংস খেলে শেষ বলে রান আউট হন তিনি।

৭ উইকেট হারিয়ে ১৩৭ রান করে কানাডা। আয়ারল্যান্ডের পক্ষে দুটি করে উইকেট নেন ইয়াং ও ব্যারি ম্যাকক্যার্থি।

১৩৮ রানের লক্ষ্যে নেমে শুরুটা মন্দ হয়নি আয়ারল্যান্ডের। পাওয়ার প্লের শেষ ওভারে ২৬ রানে ভাঙে উদ্বোধনী জুটি। পল স্টার্লিং ৯ রানে ফেরেন। তারপর একে একে মাঠ ছাড়েন আরও পাঁচ ব্যাটার। ১৩তম ওভারে ৫৯ রানেই নেই তাদের ৬ উইকেট।

জয় তখন কানাডার জন্য সময়ের ব্যাপার। কিন্তু জর্জ ডকরেল ও মার্ক অ্যাডায়ার শক্ত হাতে হাল ধরেন। দুজনে বল বুঝে বাউন্ডারি বের করেছেন, আবার সিঙ্গেল-ডাবলস নিয়ে ব্যবধান কমাতে থাকেন। ম্যাচ তখন আইরিশদের নিয়ন্ত্রণে। শেষ তিন ওভারে লাগে ৩৬ রান। কিন্তু ১৮তম ওভারে ডিলন হেইলিগার মাত্র ৮ রান দিলে ফের চাপে পড়ে আইরিশরা। শেষের আগের ওভারে কালিম সানাকে দুটি চার মেরে অ্যাডায়ার ১১ রান তুলতে অবদান রাখলেও শেষ ওভারে ১৭ রানের কঠিন লক্ষ্য দাঁড়ায়।

জেরেমি গর্ডন দারুণ বোলিংয়ে আয়ারল্যান্ডকে হতাশ করেন। ইনিংসের চার বল বাকি থাকতে অ্যাডায়ার আউট হন বোলারকে ফিরতি ক্যাচ দিয়ে। ৪১ বলে ৬২ রানের জুটি ভাঙতেই আর পেরে ওঠেনি আয়ারল্যান্ড। ২৪ বলে ৩ চার ও ১ ছয়ে ৩৪ রান করেন অ্যাডায়ার। ২৩ বলে ২ চার ও এক ছয়ে ৩০ রানে অপরাজিত ছিলেন ডকরেল। ৭ উইকেটে ১২৫ রানে থামে আয়ারল্যান্ডের ইনিংস।

আয়ারল্যান্ডের পক্ষে হেইলিগার ও গর্ডন দুটি করে উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন কার্টন।

২২তম দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় পেলো কানাডা। দুই ম্যাচে একমাত্র জয়ে টেবিলের তিনে উঠে গেলো তারা। দুই ম্যাচ জিতে ‘এ’ গ্রুপে সবার উপরে যুক্তরাষ্ট্র।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ ভিন্ন প্রতিপক্ষের কাছে হারের রেকর্ড এতদিন ছিল বাংলাদেশের দখলে, এবার তাতে ভাগ বসালো আয়ারল্যান্ড। দুই দলই এই টুর্নামেন্টে ১১টি ভিন্ন প্রতিপক্ষের কাছে হেরেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/