ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন উপেন্দ্র দ্বিবেদী

অনলাইন ডেস্ক / ২৫৬ Time View
Update : বুধবার, ১২ জুন, ২০২৪

ভারতের নতুন সেনাপ্রধান কে হচ্ছেন তা নিয়ে বেশ জল্পনা তৈরি হয়েছে। এরই মধ্যে জানা গেছে যে, দেশটির পরবর্তী সেনাপ্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী নিয়োগ পেয়েছেন। তিনি বর্তমানে ভারতের সহকারী সেনা প্রধান (ভাইস চিফ অব আর্মি স্টাফ বা ভিসিওএএস) পদে দায়িত্ব পালন করছেন।

তিনি জেনারেল মনোজ পাণ্ডের স্থলাভিষিক্ত হবেন। মঙ্গলবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩০ জুন অবসর নেবেন জেনারেল পাণ্ডে।

ওই একই দিনে লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদী তার স্থলাভিষিক্ত হবেন। ভারতের সেনাপ্রধান হিসেবে ২০২২ সালের ৩০ এপ্রিল নিয়োগ পান মনোজ পান্ডে। গত ৩১ মে তার অবসরে যাওয়ার কথা ছিল। কিন্তু পরবর্তীতে তার মেয়াদ এক মাস বাড়ানো হয়।

চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি ভাইস চিফ অব আর্মি স্টাফ পদে দায়িত্ব গ্রহণ করেন লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদী। মাত্র চার মাসের মধ্যেই পদোন্নতি হচ্ছে তার।

১৯৮৪ সালে ভারতীয় সেনাবাহিনীর জম্মু ও কাশ্মীর রাইফেলস রেজিমেন্টে সেকেন্ড লেফটেন্যান্ট পদে যোগ দিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদী।

ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি এবং ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমির সাবেক এই কর্মকর্তা অতীতে ডেপুটি চিফ অব আর্মি স্টাফ এবং ডিরেক্টর জেনারেল অফ ইনফ্যান্ট্রির মতো গুরুত্বপূর্ণ পদেও কাজ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/