শিরোনাম

ফিলিপাইনে অগ্নিকাণ্ডে নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক / ১০৭ Time View
Update : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪

ফিলিপাইনের চায়নাটাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জন নিহত হয়েছে। রাজধানী ম্যানিলার চায়নাটাউনের একটি ভবনে আগুন লেগেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শহরের অগ্নিনির্বাপক ব্যুরো এক প্রাথমিক প্রতিবেদনে জানিয়েছে, ১৪টি দমকলে করে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। তবে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

ওই প্রতিবেদনে আরও জানানো হয়েছে যে, উদ্ধারকর্মীরা পাঁচতলা ভবনটি থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করেছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি। এছাড়া হতাহতদের পরিচয়ও এখনো জানা যায়নি।

এর আগে ২০২২ সালের মে মাসে ফিলিপাইনের একটি জনাকীর্ণ বসতিতে অগ্নিকাণ্ডে ৮ জন নিহত হয়। এর মধ্যে ছয়জনইছিল শিশু। দেশটির রাজধানী ম্যানিলার কাছে একটি আবাসিক এলাকায় একসঙ্গে অনেকগুলো ঘরে আগুন লেগে যায়।

বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ ফিলিপাইন। রাজধানীর প্রতি বর্গ কিলোমিটারে বিপুল সংখ্যক বাসিন্দা বাস করছে। মেট্রো ম্যানিলায় জনসংখ্যা প্রায় এক কোটি ৩০ লাখ। হাজার হাজার মানুষ ঘনবসতিপূর্ণ এলাকায় বাস করে এবং সেখানে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/