শিরোনাম

গুজরাটে বন্যা পরিস্থিতির অবনতি

Reporter Name / ৯০ Time View
Update : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

টানা ভারী বৃষ্টিপাতের কারণে প্লাবিত হয়েছে ভারতের গুজরাট রাজ্যের অনেক এলাকা। বন্যায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৫ জন। বুধবার ইন্ডিয়া টুডে এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, সোমবার থেকে গুজরাটে ভারী বৃষ্টি ও বন্যায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। গান্ধীনগর ও মহিসাগর জেলায় দু’জন, আনন্দে ছ’জন, মোরবি, খেদা, বরোদা, ভারুচ, আহমেদাবাদে এক জন করে প্রাণ হারিয়েছেন।

বরোদা ও পঞ্চমহলে ১২ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সবমিলিয়ে ২৩ হাজারেরও বেশি মানুষকে বন্যা প্রবণ এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

টানা ভারী বৃষ্টিতে বিপদসীমা পেরিয়েছে গুজরাটের কয়েকটি নদী। গোল্ডেন ব্রিজের কাছে নর্মদা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। বিশ্বামিত্রী নদীতেও পানি বেড়েছে।

রাজ্যের দারকা, আনন্দ, বরোদা, খেদা, মোরবি ও রাজকোট জেলায় উদ্ধার তৎপরতা চালাচ্ছে সেনাবাহিনী। পাশাপাশি কাজ করছে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর মোট ৩৬টি দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/